Disclaimer

প্রযোজ্য আইনের সর্বোচ্চ সীমা অনুযায়ী, আমরা আমাদের ওয়েবসাইট এবং এর ব্যবহার সম্পর্কিত সকল উপস্থাপনা, ওয়ারেন্টি এবং শর্তাবলী বাতিল করি। তবে এই দায় প্রত্যাখ্যানের কোন অংশ নিম্নোক্ত বিষয়গুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে না:

  • মৃত্যু বা ব্যক্তিগত আঘাতের ক্ষেত্রে আমাদের বা আপনার দায়বদ্ধতা সীমিত বা বাতিল করা যাবে না।
  • জালিয়াতি বা প্রতারণামূলক উপস্থাপনার জন্য দায় সীমিত বা বাতিল করা যাবে না।
  • যদি আইন অনুযায়ী দায় সীমিত বা বাতিল করার অনুমতি না থাকে, তাহলে তা করা হবে না।
  • আইনত যে দায় বাদ দেওয়া যায় না, তা এই শর্তাবলীর মাধ্যমে বাদ দেওয়া হবে না।

এই দাবিত্যাগে উল্লিখিত দায়বদ্ধতার সীমাবদ্ধতা ও ব্যতিক্রমসমূহ:
(ক) উপরোক্ত শর্তের অধীন থাকবে, এবং
(খ) সকল প্রকার দায়বদ্ধতার ক্ষেত্রে প্রযোজ্য হবে — তা চুক্তিভিত্তিক, অন্যায়মূলক (tort), কিংবা আইনগত দায় লঙ্ঘনের ক্ষেত্রেই হোক।

যতক্ষণ পর্যন্ত আমাদের ওয়েবসাইটের তথ্য ও সেবা বিনামূল্যে প্রদান করা হয়, ততক্ষণ পর্যন্ত এই ওয়েবসাইট ব্যবহার করে আপনি যেকোনো ধরনের ক্ষতি বা ক্ষতির জন্য আমাদেরকে দায়ী করতে পারবেন না।